সাংবাদিকের ওপর কেরোসিন ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ

ছবির উৎস, facebook
যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান
বাংলাদেশের পুরনো ঢাকার চকবাজারে অবৈধ পলিথিন ব্যাগ তৈরি হচ্ছে এমন খবর পেয়ে সেখানে একটি প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাম্যান শাহীন আলম।
শাকিল হাসান বিবিসিকে জানান, চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির একটি কারখানার কাছে গিয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছিলেন দুজন। ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন তাঁরা।
মি: হাসান তাঁর বক্তব্যে বলছেন "এ সময় বেশ কয়েকজন এসে তাদের ধাওয়া করে, ছবি তুলতে বাধা দেয় এবং মারধোর করে। ক্যামেরাও ভাঙতে আসে"।
হামলার মুখে পড়া শাকিল হাসান ও তাঁর সহকর্মী শাহীন আলম এ সময় নিকটবর্তী মুদি দোকানে আশ্রয় নেন।
কিন্তু হামলাকারীদের কজন তাদের ধাওয়া করে মুদি দোকানের কেরোসিন তেল নিয়ে রিপোর্টার শাকিল হাসানের গায়ে ঢেলে দেন।
এ সময় একজন ধাওয়াকারী ম্যাচ খুঁজতে শুরু করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয় ও যমুনা টেলিভিশনের এ দুজন কর্মকর্তাকে উদ্ধার করে।
চকবাজার থানা পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম অর রশিদ তালুকদার বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় কাউকে এখনও তারা গ্রেফতার করতে পারেননি।
ওই কারখানা বন্ধ করে সবাই চলে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তবে হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
পুরনো ঢাকার চকবাজারে অবৈধ পলিথিন ব্যাগ তৈরি হয় এমন অভিযোগ রয়েছে।