নাসিরনগরে আরও ২১ জন গ্রেফতার, তল্লাশী-তদন্ত চলছে

নাসিরনগরে হামলা করে হিন্দুদের মন্দির ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ করা হয়
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ আরও ২১ জনকে গ্রেফতার করেছে।
এ নিয়ে এসব ঘটনায় মোট ৭৪ জনকে গ্রেফতার করা হলো।
স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় সর্বশেষ ঐ ২১ জনকে গ্রেফতার করা হয়।
তবে এখনও এদের পরিচয় প্রকাশ করা হয়নি।
গত ৩০শে অক্টোবর নাসিরনগরে হিন্দু মন্দির ও ঘরবাড়িতে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে।
সে সময় হিন্দুদের শতাধিক বাড়ি ও প্রায় ১৫টি মন্দিরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ছিল।
আরও পড়ুন:

ছবির উৎস, Getty Images
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার প্রতিবাদে ঢাকায় মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন
এর মাত্র পাঁচদিন পরে পুলিশের চলমান নিরাপত্তার মধ্যে আগুন দেয়া হয় হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে।
এরপর আরও একবার হিন্দুদের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় দুটো মামলা দায়ের করা হয়েছে। প্রথম দফা হামলার সময় স্থানীয় বাসিন্দাদের তোলা ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন।
স্থানীয় একজন হিন্দু যুবক ফেসবুকে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন, এই অভিযোগে নাসিরনগরে আয়োজিত সমাবেশের পর হামলার প্রথম ঘটনাগুলো ঘটে।
পুলিশ বলছে, পুরো ঘটনাবলী তারা খতিয়ে দেখছে।