নিরাশ্রয় মানুষদের জন্যে সিনেমা
নিরাশ্রয় মানুষদের জন্যে সিনেমা
ভারতের রাজধানী দিল্লীতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় লাখ খানেক।
নিরাশ্রয় এসব মানুষের জন্যে এবারে তৈরি হয়েছে সিনেমা হল।
জোড়াতালি দিয়ে সাময়িক ব্যবস্থা হিসেবে এসব সিনেমা হল বানানো হয়েছে, যাতে তাঁরা সস্তায় বিনোদন পেতে পারেন।
যে কঠোর জীবন তাঁরা যাপন করেন, সেখান থেকে খানিক সময়ের জন্যে হলেও তাদের মুক্তি মেলে।