এক মিনিটেরও কম সময়ে বিমান যাত্রা

এক মিনিটেরও কম সময়ে বিমান যাত্রা

বিশ্বে সবচেয়ে কম সময়ে যে বিমান যাত্রা হয় সেই বিমানের দশ লাখতম যাত্রী হলেন অ্যান র‍্যানডেল। সেজন্য তিনি পেয়েছেন বিশেষ সম্মান।

দ্বীপের এই ব্যাংক কর্মী অন্তত দশ হাজার বার বিমানে চড়েছেন।