ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনায় এশিয়ার শেয়ারবাজারে দরপতন

ছবির উৎস, Getty Images
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬এর ফলাফলে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনায় এশিয়ার শেয়ারবাজারে দরপতন দেখা যাচ্ছে। বিশ্ববাজারে তৈরি হয়েছে অস্থিরতা।
বুধবার বিশ্ববাজারে অস্থির লেনদেনে ইয়েনের বিপরীতে ডলারের দর তিন শতাংশের বেশি পড়েছে; সঙ্গে অন্যান্য প্রধান মুদ্রারও পেছনে পড়েছে ডলার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর দরপতন হয়ে যাবতকালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে।
বিনিয়োগাকারীর আশা করেছিল যে হিলার ক্লিনটনই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।