নেতৃত্ব দেয়ার সুযোগ ট্রাম্পের পাওয়া উচিত: হিলারি

পরাজয়ের পর প্রথম বক্তৃতা দিচ্ছেন হিলারি ক্লিনটন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর হিলারি ক্লিনটন বলেছেন, নেতৃত্ব দেয়ার একটা সুযোগ ডোনাল্ড ট্রাম্পের পাওয়া উচিত।
পরাজয়ের পর প্রথম জন সমাবেশে দেয়া বক্তৃতায় ডেমোক্রেট পার্টির এই প্রার্থী বলেছেন, তিনি আশা করছেন সব আমেরিকানের জন্যই মি. ট্রাম্প একজন সফল প্রেসিডেন্ট হবেন।
সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নেয়ার আহবান জানিয়ে মিসেস ক্লিনটন বলেন, আমাদের সংবিধানেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি রয়েছে।
তিনি বলেন, আমি দুঃখিত যে, আমরা এই নির্বাচনে জিততে পারিনি। এটাও আমরা দেখেছি যে, আমরা যা ভেবেছিলাম, তার চেয়েও আমাদের জাতি অনেক বেশি বিভক্ত।
ছবির উৎস, Reuters
নিউইয়র্কের একটি হোটেলে হিলারির বক্তৃতার সময় তাঁর সমর্থকরা আবেগাপ্লুত হয়ে পড়েন
তাঁর বক্তৃতা শুনছে, এমন ছোট মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমার বিশ্বাস, আর শক্তির উপর কখনো সন্দেহ করো না, বিশ্বের প্রতিটি সুযোগ পাওয়ার অধিকার তোমার আছে।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোটের দিক থেকে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। যদিও ইলেক্টোরাল ভোটে বিজয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সামনের জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।
নিজের জীবনে এই প্রথম তিনি নির্বাচনের মাধ্যমে এসে কোন অফিসের দায়িত্বভার গ্রহণ করছেন।