ডাচ সাবমেরিন তাড়িয়ে দিয়েছে রাশিয়ার ডেস্ট্রয়ার

ছবির উৎস, DUTCH NAVY
নেদারল্যান্ডস নৌবাহিনীর একটি সাবমেরিন
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভূমধ্যসাগর তাদের নৌবহরের উপর গোয়েন্দাগিরি করার সময় নেদারল্যান্ডের একটি সাবমেরিন বা ডুবোজাহাজ তাড়িয়ে দিয়েছে রাশিয়ান ডেস্ট্রয়ার।
রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেটসভ এবং যুদ্ধজাহাজের একটি বহর এখন ভূমধ্যসাগরে রয়েছে।
ওই রণতরী বহরের ২০ কিলোমিটার দূরে সাবমেরিনটি ছিল বলে রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে। তবে ঠিক কখন আর কোন স্থানে এই ঘটনা ঘটেছে, তা জানানো হয়নি।
নেদারল্যান্ডের সেনাবাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে, তারা এই বিষয়ে কোন মন্তব্য করবে না।
তবে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, সিরিয়ার লাটাকিয়া বন্দরের ১০০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
ছবির উৎস, EPA
রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেটসভ
রাশিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, যদিও ওই সাবমেরিনটি শুধুমাত্র নজরদারি করছিল, কিন্তু আমাদের দুইটি অ্যান্টি-সাবমেরিন জাহাজ সেটিকে সনাক্ত করে।পরে তাদের ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য করে।
নেটো জানিয়েছে, রাশিয়ান এই রণতরী বহরের উপর তারা সতর্ক নজর রাখছে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি একটি গোয়েন্দা সাবমেরিন এভাবে সহজেই সনাক্ত করা যায়,তাহলে সেটি ওই সেনাবাহিনীর জন্য একটি দুঃখজনক ঘটনা।