ছবিতে টাঙ্গুয়ার হাওর
বাংলাদেশের সুনামগঞ্জে প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর। রামসার ঘোষিত এই মিঠাপানির হাওরটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই হাওরে রয়েছে জীববৈচিত্রের একটি চমৎকার আধার। এমনকি শুকনো মৌসুমে বেশিরভাগ এলাকার পানি শুকিয়ে গেলেও, অনেক এলাকায় আদি বিলগুলো জেগে থাকে। অক্টোবরে এই হাওরে গিয়েছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা সায়েদুল ইসলাম। তার তোলা কিছু ছবি।

ছবির উৎস, Shyadul Islam
হাওরের মাঝে একটি পানিতে দাঁড়িয়ে আছে একা একটি গাছ। তার চারপাশে শরতের মেঘের ছায়া পড়েছে।
ছবির উৎস, Shyadul Islam
হাওরের পরেই শুরু হয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়
ছবির উৎস, Shyadul Islam
হাওরের মাঝে এক সারি গাছ
ছবির উৎস, Shyadul Islam
হাটতে শেখার পাশাপাশি হাওরের ছেলেমেয়েরা সাতার আর নৌকা চালাতেও শেখে, কারণ পানি নিয়েই তাদের বসবাস
ছবির উৎস, Shyadul Islam
হাওরের মাঝে একটি গ্রাম
ছবির উৎস, Shyadul Islam
দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়
ছবির উৎস, Shyadul Islam
হাওর পাড়ি দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন দুজন মৎস্যজীবী
ছবির উৎস, Shyadul Islam
যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি
ছবির উৎস, Shyadul Islam
পানির উপর ভাসমান ব্রিজটি অদরকারী মনে হলেও, একটি খালের উপরের এই ব্রিজ শুকনো সময়ে বেশ উপকারি
ছবির উৎস, Shyadul Islam
হাওর এলাকার মানুষের চলাফেরার জন্য নৌকাই প্রধান বাহন