নাসিরনগরে হিন্দু নেতার বাড়িতে আবারো আগুন

ছবির উৎস, AZIZUL SHONCHAY
দুই সপ্তাহ আগেও একবার আগুন দেয়ার ঘটনা ঘটেছিলো।
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আবারো আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন নাসিরনগরের উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দে'র বাড়ির একটি ঘরে সন্ধ্যায় আগুন দেয়া হয়।
তবে ওই ঘরে গবাদিপশু রাখা হতো বলে জানিয়েছে পুলিশ।
ফেইসবুকে কাবা ঘর নিয়ে অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেশ কটি মন্দির ভাঙা হয়, বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
এর কদিন পরেই আবারো হিন্দুদের ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওদিকে নাসিরনগর হামলা প্রসঙ্গে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ যেখানে এই হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগের মধ্যেকার দ্বন্দ্বের ব্যাপারটিকে দায়ী করা হয়েছে।