নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না বব ডিলান

ছবির উৎস, PA
বব ডিলান
সাহিত্যে নোবেল জয়ী মার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার বব ডিলান আগামী মাসে সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।
নোবেল অ্যাকাডেমির কাছে লেখা এক চিঠিতে এই আমেরিকান গায়ক ও গীতিকার জানিয়েছেন, পূর্ব প্রতিশ্রুত কিছু কর্মসূচীর কারণে অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারছেন না।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, তারা বব ডিলানের সিদ্ধান্তকে সম্মান জানান।
তবে, পুরস্কার নিতে হাজির না হলেও তাকে আগামী ছয় মাসের মধ্যে নোবেল বক্তৃতা প্রদান করতে হবে বলে জানানো হয়েছে।
আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন ধরণের কাব্যিক গান যোগ করার জন্য এ বছর বব ডিলানকে সাহিত্যে নোবেল দেয়া হয়।
কিন্তু এ বিষয়ে দিনের পর দিন তাঁর নীরবতা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন তৈরি হয়।
বব ডিলানের নীরবতায় নোবেল কমিটির একজন সদস্য একে 'অভব্য আচরণ' বলে সমালোচনাও করেন।
তবে বব ডিলান তাঁর নীরবতা ভাঙেন সাহিত্যে নোবেল প্রাপ্তির প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর। ডিলান তাঁর প্রতিক্রিয়ায় ডিলান বলেছিলেন, ওই পুরস্কারের ঘোষণা তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছিল।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: যৌন অপরাধীর পরিচয় আর নারী কাজি নিয়ে প্রশ্ন
গণমাধ্যমে নিহত মেয়ে এবং অভিযুক্ত ছেলে, দু'জনেরই নাম-ঠিকানা এমনকি ছবি প্রকাশ পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।