বিয়ের খরচ পাঁচশ কোটি রুপি : ভারত জুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

পাঁচদিন ধরে বিপুল অর্থ ব্যয়ে ভারতে শেষ হয়েছে এ বছরের সবচেয়ে বিতর্কিত বিয়ে। ছবিতে এই বৈভবের বিয়ে এক নজরে

বিশ্বের অন্যতম সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও দামী এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছে দক্ষিণ ভারতের কর্ণাটকে।

ছবির উৎস, JANARDHANA REDDY FAMILY

ছবির ক্যাপশান,

বিশ্বের অন্যতম সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও দামী এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছে দক্ষিণ ভারতের কর্ণাটকে। এই বিয়ের পেছনে খরচ হয়েছে কমপক্ষে ৫০০ কোটি ভারতীয় রুপি (৭৪ মিলিয়ন মার্কিন ডলার)।

ছবির উৎস, KASHIF MASOOD

ছবির ক্যাপশান,

ভারতে যখন লক্ষ লক্ষ মানুষ অচল রুপি নোটের সঙ্কট কাটাতে হিমশিম খাচ্ছে, তখন ব্যবসায়ী ও রাজনীতিক জনার্দ্ধন রেড্ডি তার কন্যা ব্রহ্মানির বিয়েতে যেভাবে কোটি কোটি টাকা উড়িয়েছেন তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছে নানা মহলে।

ছবির উৎস, JANARDHANA REDDY FAMILY

ছবির ক্যাপশান,

শুধু কনের বিয়ের শাড়িরই দাম পড়েছিল ১৭০ মিলিয়ন রুপি অর্থাৎ এক কোটি ৭০লাখ রুপি আর খবরে বলা হচ্ছে কনের গয়নার পেছনে খরচ করা হয়েছে ৯০ কোটি রুপি।

ছবির উৎস, JANARDHANA REDDY FAMILY

ছবির ক্যাপশান,

বর, ২৩ বছরের রাজীব রেড্ডি দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের এক বড় ব্যবসায়ী পরিবারের তরুণ বংশধর।

ছবির উৎস, KASHIF MASOOD

ছবির ক্যাপশান,

বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মনোরঞ্জনের জন্য নানাধরনের যেসব বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল তার মধ্যে ছিল ব্রাজিলের সাম্বা নাচের আসর।

ছবির উৎস, KASHIF MASOOD

ছবির ক্যাপশান,

তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ বলেছেন এসব সমালোচনা অযৌক্তিক। মিঃ রেড্ডিকে উদ্ধৃত করে কেউ কেউ বলছে সরকার দুর্নীতি দমনের লক্ষ্যে পুরনো ব্যাংক নোট বাজারে নিষিদ্ধ ঘোষণা করার ছয় মাস আগেই তিনি বিয়ের সব পাওনাগণ্ডা মিটিয়ে দিয়েছেন। এমনকী বিয়ের খরচাপাতি মেটানোর জন্য সম্পত্তি বন্ধকও রেখেছেন।

ছবির উৎস, KASHIF MASOOD

ছবির ক্যাপশান,

কিন্তু সোনায় মোড়া বিয়ের নিমন্ত্রণপত্র এবং বলিউড তারকাদের দিয়ে নাচ-গানে জমকালো বিয়ের এই অনুষ্ঠানকে অনেক সমালোচক বর্ণনা করেছেন “সম্পদের নগ্ন ও অশ্লীল প্রদর্শন” বলে।

ছবির উৎস, KASHIF MASOOD

ছবির ক্যাপশান,

ব্যাঙ্গালোর প্যালেস যেখানে বিয়ের অনুষ্ঠান হয়েছে সেটিকে বিয়ের জন্য সাজাতে সময় লেগেছে কয়েক মাস। বিয়ের মূল অনুষ্ঠান যেখানে হবে সেটা তৈরি করা হয়েছে প্রাচীন হিন্দু মন্দিরের আদলে।

ছবির উৎস, JANARDHANA REDDY FAMILY

ছবির ক্যাপশান,

বিয়ের অনুষ্ঠানে অতিথি যোগ দিয়েছেন ৫০ হাজারের বেশি। খবরে জানা গেছে অতিথি অভ্যাগতদের বিয়ের আসর থেকে আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল দু হাজার ট্যাক্সি এবং বিশেষ অতিথিদের উড়িয়ে আনার জন্য বসানো হয়েছিল ১৫টি অস্থায়ী হেলিপ্যাড।