চুরি হওয়া হাতব্যাগ ফেরত পেলেন ডাচ রাষ্ট্রদূত

ছবির উৎস, নেদারল্যান্ডস দূতাবাসের ফেসবুক পেজ
হাতব্যাগ ফেরত পেয়ে ফেসবুক পেজে পুলিশ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রদূত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে এসে চুরি হওয়া হাতব্যাগ আজ ফেরত পেয়েছেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারগারিটা কুলেনারার।
দূতাবাসের ফেসবুকে এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে রাষ্ট্রদূতের তরফ থেকে।
এর আগে ডিএমপির পক্ষ থেকে এসএমএস রাষ্ট্রদূতের হাতব্যাগ উদ্ধারের তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
পুলিশ জানিয়েছে চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রদূত কুলেনারার।
সেখান থেকেই অনুষ্ঠানের এক পর্যায়ে তার হাতব্যাগ চুরি হয়।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: আল জাজিরা নিয়ে 'একপেশে' আর চীন-ভারত নিয়ে দ্বিচারিতা?
বাংলাদেশে আল জাজিরার প্রতিবেদন নিয়ে আলাপ-আলোচনার মনে হচ্ছে কোন শেষ নাই।