পশ্চিমবঙ্গে শিশু পাচার : আরও ১০টি সদ্যোজাত শিশু উদ্ধার
- অমিতাভ ভট্টশালী
- বিবিসি বাংলা, কলকাতা

ছবির উৎস, এএফপি
পাচারকারীদের লক্ষ্য ছিল এমন মায়েরা যাদের স্বামী সাথে নেই।
ভারতের পশ্চিমবঙ্গে যে শিশু পাচার চক্রের হদিশ পেয়েছিল সি আই ডি, তারই জের ধরে বৃহস্পতিবার অনেক রাতে তল্লাশী চালিয়ে আরও ১০টি শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগণার ঠাকুরপুকুরের কাছে এক বৃদ্ধ নিবাসে এই ১০টি শিশুকে এমাসের গোড়ায় নিয়ে আসা হয়েছিল। এদিন উদ্ধার হওয়া শিশুগুলি সবই কন্যা, আর এদের বয়স ১ মাস থেকে ১০ মাসের মধ্যে।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে, যাঁর মা মূল শিশুপাচার চক্রে জড়িত সন্দেহে আগেই ধরা পড়েছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও দুজনকে।
তাই উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ার শিশুপাচার চক্রের সঙ্গেই এই শিশুউদ্ধারের ঘটনার যোগ আছে বলেই পুলিশ মনে করছে।
গোপন সূত্রে খবর পেয়ে ঠাকুরপুকুর এলাকার একটি বৃদ্ধাশ্রমে তল্লাশী চালানো হয়। তারই তিনতলা থেকে এই ১০টি শিশুকে পাওয়া যায়। তদন্তকারীরা বলছেন অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল শিশুগুলিকে। তাদেরকে যে বাইরে থেকে এমাসের গোড়ায় নিয়ে আসা হয়েছিল, তা স্বীকার করেছেন ওই হোমটিরই কর্মীরা।
উদ্ধার করার পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়াতে যে মূল শিশু পাচার চক্রটির হদিশ কয়েকদিন আগে পেয়েছিল সি আই ডি, সেই ঘটনায় মছলন্দপুরের একটি ভবন সংলগ্ন বাগান খুঁড়ে এখনও পর্যন্ত দুটি শিশুর কঙ্কাল উদ্ধার করতে পেরেছে পুলিশ। মাটি খুঁড়ে অনুসন্ধানের কাজ এখনও চলছে।
পাচার হয়ে যাওয়ার ঠিক আগে তিনটি সদ্যজাতকে বিস্কুটের বাক্স থেকে উদ্ধার করে সি আই ডি। তারপরেই পাচারচক্রের কারবার সম্বন্ধে জানা যায়। কিন্তু রোজই নতুন নতুন মোড় নিচ্ছে এই শিশু পাচার চক্রের তদন্ত।শ।