বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তার
প্রথম চলচ্চিত্র মেঘলা আকাশ। অভিনয়ে বাংলাদেশের সে সময়কার মৌসুমী, শাকিল খান, পূর্ণিমা সহ ছিলেন ভারতের নামকরা অভিনেত্র শাবানা আজমী, আইয়ুব খান।
ছবির উৎস, NArgis akter
এইডস বিষয়ে সচেতনতার ওপর ভিত্তি করে নির্মাণ করেন নিজের প্রথম চলচ্চিত্রটি। আর তাতে দেশের জনপ্রিয় তারকাদের পাশাপাশি শাবানা আজমীর মত নামকরা ভারতীয় অভিনেত্রীকে এনে চমকে দেন দর্শকদের।
চলচ্চিত্র বেশ কয়েকটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নেয়।
এইচইভি এইডস বিষয়কে নিয়ে ২০০২ সালে নির্মাণ করেন সেটি।
ছবির উৎস, Nargis Akter
চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তার
এখন কাজ করছেন প্রয়াত নাট্টকার সেলিম আল দ্বীনের বিখ্যাত মঞ্চনাটক যৈবতী কন্যার মন নিয়ে সিনেমা বানানোর কাজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিষয়ে লেখাপড়া করেছেন।
কিভাবে তিনি চলচ্চিত্রে এলেন?
এই সময়ে মেয়েরা নির্মাতা হিসেবে কতটা আসছে? এসব বিষয়ে নিয়ে তিনি কথা বলেছেন।
তার সাথে আলাপচারিতায় ছিলেন বিবিসি বাংলার শায়লা রুখসানা।