সর্বোচ্চ আদালত থেকে জামিন পেলেন মান্না

ছবির উৎস, NAGARIK OIKKYO
মাহমুদুর রহমান মান্না
এক বছর আট মাস কারাগারে থাকার পর রাষ্ট্রদ্রোহ এবং সেনা বিদ্রোহে উস্কানি দেবার মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক নেতা এবং নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
এর আগে এ দুটি মামলায় হাইকোর্ট জামিন দেবার পর সোমবার আপীল বিভাগ সেটি বহাল রেখেছে।
মি: মান্নার আইনজীবীরা বলছেন, আপীল বিভাগ জামিন বহাল রাখার পর কারাগার থেকে তার মুক্তি পেতে আর কোন বাধা নেই।
গত বছর বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য আরেক ব্যক্তির সাথে মাহমুদুর রহমান মান্নার একটি কথিত টেলিফোন আলাপ ইন্টারনেটে ছড়িয়ে পরার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সে মামলায় অভিযোগ করা হয় যে মি: মান্না সে টেলিফোন আলাপে সরকার পতনের লক্ষ্যে সেনা বিদ্রোহের উস্কানি দিয়েছেন। এর পর ২৫শে মার্চ মি: মান্নাকে গ্রেফতার করে পুলিশ।
মাহমুদুর রহমান মান্না এক সময় আওয়ামী লীগ নেতা থাকলেও ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হবার পর থেকে আওয়ামী লীগের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দল থেকে ছিটকে পড়েন মি: মান্না।
এরপর থেকে তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচক হিসেবে পরিচিত হয়ে উঠেন। বিভিন্ন অনুষ্ঠানে মি: মান্না আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনাও করেন।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।