ভারতে বিরোধী দলগুলোর ডাকে বনধ্ চলছে

ছবির উৎস, AP
ভোগান্তি হলেও বহু ভারতীয় সরকারের পদক্ষেপকে সমর্থন করেছে।
ভারতে ৫০০ এবং ১০০০ রুপীর নোট নিষিদ্ধ করার প্রতিবাদে বিরোধী দলগুলোর ধর্মঘট কর্মসূচী পালিত হচ্ছে।
বিরোধী দলগুলো অভিযোগ করছে যেভাবে নোট নিষিদ্ধ করা হয়েছে এবং পুরো বিষয়টি সরকার যেভাবে পরিচালনা করেছে তাতে ব্যাপক অব্যবস্থাপনা হয়েছে।
গত সপ্তাহে বিরোধী দলগুলো সে দেশের সংসদে বলেছিল, এ অব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত।
কিন্তু বিরোধী দলগুলোর এ ধর্মঘট কর্মসূচী কতটা সমর্থন পাবে সেটি অবশ্য এখনো পরিষ্কার নয়। বিবিসি'র সংবাদদাতারা জানাচ্ছেন, অসুবিধা স্বত্বেও অনেক ভারতীয় সরকারের এ পদক্ষেপকে সমর্থন করেছে।
ভারতের দক্ষিনাঞ্চলীয় কমিউনিস্ট শাসিত রাজ্য কেরালায় এর প্রভাব পড়বে বলে মনে হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কোলকাতায় বড় ধরনের সমাবেশ করার কথা রয়েছে বিরোধী দলগুলোর।
এছাড়া দক্ষিণাঞ্চলের শহর ব্যাঙ্গালোরে প্রধান বিরোধী দল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশ হবার কথা রয়েছে যেখানে প্রায় চার হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
নরেন্দ্র মোদি সরকার যুক্তি দিয়েছিল দুর্নীতি বন্ধ করার জন্য সরকার পুরনো ৫০০ এবং ১০০০ রুপীর নোট নিষিদ্ধ করেছে।
সে ঘোষণার পর হাজার-হাজার মানুষ নতুন নোট সংগ্রহ করতে ব্যাংক যায়। এতে করে ব্যাংকে দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে।