হাজী আলি মাজারে প্রথম মহিলাদের ঢোকার অনুমতি

হাজী আলি মাজারে প্রথম মহিলাদের ঢোকার অনুমতি

ভারতের মুম্বাইয়ে হাজী আলি মাজারের ভেতর প্রথম মহিলাদের ঢুকতে দেওয়া হয়েছে।

মাজারের তত্ত্বাবধায়ক ট্রাস্ট এই মাজারে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল।

তাদের যুক্তি ছিল কোনো পুরুষ পীরের সমাধি স্পর্শ করার অধিকার নারীদের নেই।

এর প্রতিবাদে নারীরা আদালতের শরণাপন্ন হলে আদালত তাদের পক্ষে রায় দেয় এবং একদল মহিলা চার বছর পর ওই মাজারে আবার প্রবেশ করেন।