দিনাজপুরে হরিজন সম্প্রদায়ের ঘরে আগুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় হরিজন সম্প্রদায়ের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় হরিজন সম্প্রদায়ের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
জেলার পুলিশের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট মাহফুজ জামান ঘটনাস্থল থেকে বিবিসি কে বলেছেন আজ শনিবার ভোর রাতের দিকে প্রায় আট থেকে দশটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
ঘটনার সময় চাপাতি হাতে জুয়েল নামে এক যুবককে আটক করে স্থানীয়রা।
জুয়েল নামে ঐ ব্যক্তি এখন পুলিশের কাছে রয়েছে। পুলিশ বলছে সেখানে ৫০ থেকে ৬০টি ঘর ছিল।
এবং প্রায় এক হাজার মানুষের বাস ছিল ঐ পল্লীতে।