মদ খেয়ে গাড়ি চালানোর মামলায় ইয়াইয়া তুরে

ছবির উৎস, Reuters
ইয়াইয়া তুরে
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবলার ইয়াইয়া তুরে মদ্যপান করে গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ বলেছে, ৩৩ বছর বয়স্ক ইয়াইয়া তুরে চেশায়ারের ম্যাকক্লেসফিল্ডে থাকেন । তবে মদ্যপান করে গাড়ি চালানোর ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনের ড্যাগেনহ্যাম এলাকায়।
মঙ্গলবার যখন তার নামে এ অভিযোগ আনা হয় তখন তার দেহে এ্যালকহলের মাত্রা আইনসঙ্গত সীমার ওপরে ছিল। তাকে জামিন দেয়া হয়েছে এবং ১৩ই ডিসেম্বর বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে বলা হয়েছে।
২০১২ সালে তুরে বলেছিলেন, তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম এবং তার ধর্মবিশ্বাসের কারণে তাকে একটি 'ম্যান অব দি ম্যাচ' হবার পুরস্কার হিসেবে শ্যাম্পেনের বোতল দেয়া হলে তিনি তা গ্রহণ করেন নি।
এ ঘটনার ব্যাপারে ম্যানচেস্টার সিটি ক্লাব কোন মন্তব্য করে নি।
শনিবার ম্যানচেস্টার সিটি এবং চেলসির মধ্যেকার ম্যাচে ইয়াইয়া তুরে খেলেছিলেন - যাতে চেলসি ৩-১ গোলে জিতেছে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: মুশতাকের মৃত্যু আর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন
চলতি সপ্তাহে একটি খবর অনেককে নাড়া দিয়েছে, আর সেটা হল কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু।