বাংলাদেশে ত্রিমাত্রিক বই বানাচ্ছেন নারী উদ্যোক্তা
বাংলাদেশে ত্রিমাত্রিক বই বানাচ্ছেন নারী উদ্যোক্তা
বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী নারীদের কন্ঠস্বর সামনে আনতে ২০১৩ সালে বিবিসির এক বিশেষ আয়োজনে বিশ্বের নানা প্রান্ত থেকে অনুপ্রেরণা জোগানো ১০০ জন নারী অংশ নিয়ে ছিলেন।
সেই ধারাবাহিকতায় এবার 'হানড্রেড উইমেন' বা 'একশ' নারীর' চতূর্থ মৌসুমেও বিবিসি প্রচার করছে নারীদের নিয়ে নানা প্রতিবেদন।
এখানে দেখুন বাংলাদেশের একজন নারী উদ্যোক্তার গল্প, যিনি এদেশে প্রথম ত্রিমাত্রিক বই বা পপ-আপ বই তৈরি করেছেন।