চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযান, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ছবির উৎস, Getty Images
র্যাব-৭ এর অধিনায়ক জানিয়েছেন অভিযানে বিপুল পরিমাণে বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশের চট্টগ্রামের কর্নেল হাট এলাকার একটি বাড়িতে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানাচ্ছে র্যাব।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানান, জঙ্গি আস্তানা আছে এমন সন্দেহে কর্ণেল হাটের ওই বাড়িতে অভিযান চালানো হয়।
ওই অভিযানে দুটো পিস্তল, ১২টি এক্সপ্লোসিভ ডিভাইস, ১৬৭ রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
মি: আহমেদ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: আল জাজিরা নিয়ে 'একপেশে' আর চীন-ভারত নিয়ে দ্বিচারিতা?
বাংলাদেশে আল জাজিরার প্রতিবেদন নিয়ে আলাপ-আলোচনার মনে হচ্ছে কোন শেষ নাই।