ইস্তুাম্বুল হামলা: কুর্দি দলের দায় স্বীকার

ছবির উৎস, এপি
ইস্তুাম্বুলে বিস্ফোরণস্থুলের কাছে শোক প্রকাশ করছেন এক ব্যক্তি।
তুরস্কের জঙ্গীদল টিএকে বলছে, শনিবার ইস্তাম্বুলে পুলিশের ওপর হামলাটি তারাই চালিয়েছিল।
টিএকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির একটি দলছুট অংশ।
সংগঠনটি নিজের ওয়েবসাইটে এই হামলার দায়িত্ব নেয়ার কথা ঘোষণা করে।
ইস্তাম্বুলের বেসিক্টাস স্টেডিয়ামের কাছে পুলিশের গাড়ির কাছে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৮ জন প্রাণ হারান।
এর কাছাকাছি আরেক জায়গায় একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
ওদিকে তুরস্ক থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে পুলিশ কুর্দি-পন্থী প্রধান বিরোধী দল এইচডিপির ১১৮ জন সদস্যকে গ্রেফতার করেছে।
এইচডিপি সংসদে দ্বিতীয় বৃহত্তম দল।
সরকারের অভিযোগ এদের সঙ্গে পিকেকে'র যোগাযোগ রয়েছে।
সমালোচকরা বলছেন, সন্ত্রাসী হামলার ঘটনাকে ব্যবহার করে ক্ষমতাসীন দল একটি বৈধ রাজনৈতিক দলকে নির্মূলের চেষ্টা করছে।