নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করতে বঙ্গভবনে যাবেন খালেদাসহ ১০ বিএনপি নেতা

খালেদা জিয়া, বাংলাদেশ

ছবির উৎস, ফোকাস বাংলা

ছবির ক্যাপশান,

রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন খালেদা জিয়া

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সংলাপে অংশ নিতে চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দশ জনের নাম বঙ্গভবনে পাঠিয়েছে বিএনপি।

দলটির তরফ থেকে জানানো হয়েছে প্রতিনিধি দলে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, ড:আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং গয়েশ্বর চন্দ্র রায় ।

আগামী ১৮ই ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন বিষয়ে বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে বিএনপিকে সংলাপ জানানোর রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী ও শেখ হাসিনা ইতোমধ্যেই বলেছেন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তই তারা মেনে নেবেন।

ওদিকে গত ১৯শে নভেম্বর খালেদা জিয়া ঢাকায় এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনের রূপরেখা দিয়ে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন।

বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।

ফলে নতুন কমিশন গঠিত হলে তার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কয়েকদিন আগে বঙ্গভবন থেকে দেয়া এক চিঠিতে বিএনপিকে আলোচনার জন্য দশ জনের নাম দিতে বলা হয়েছিলো।