রানীর ৯০তম জন্মদিনের ছবি প্রকাশ করা হয়েছে

ছবির উৎস, 2016 Nick Knight
প্রিন্স চার্লস তাকিয়ে আছেন রানী এলিজাবেথের দিকে, আর রানী তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। ৯০তম জন্মদিনে এই ছবিটি তোলা হয়।
ব্রিটেনের রানী'র ৯০তম জন্মদিন অনুষ্ঠানের শেষ দিকে প্রিন্স চার্লস ও রানী এলিজাবেথের একটি ছবি তোলা হয়েছিল দিনটি স্মরণীয় রাখার জন্য। সেই ছবিটি অবশেষে প্রকাশ করা হয়েছে।
ফ্যাশন ফটোগ্রাফার নিক নাইট বিশেষ এ ছবিটি তুলেছিলেন।
ছবিটি তোলা হয়েছিল উইন্ডসর খ্যাসেলের ড্রইং রুমে, যেখানে দেখা যাচ্ছে -প্রিন্স চার্লস তাকিয়ে আছেন রানী এলিজাবেথের দিকে, আর রানী তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।
মে মাসে রানী এলিজাবেথের জন্মদিন অনুষ্ঠানের সবশেষ দিনে 'রয়্যাল উইন্ডসর হর্স শো' এর আগে এই ছবিটি তোলেন নিক নাইট।
মি: নাইট বলছিলেন তিনি এমন কিছু ফ্রেমবন্দী করতে চাইছিলেন যা সম্পর্কে উষ্ণতা প্রকাশ করে, যে ছবির মধ্যে শক্তি ও ঐতিহ্য প্রকাশ পাবে, সেই সাথে মানবতার প্রকাশও থাকবে।
চলতি বছরের ২১শে এপ্রিল ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯০ বছরে পা দিয়েছেন।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: আল জাজিরা নিয়ে 'একপেশে' আর চীন-ভারত নিয়ে দ্বিচারিতা?
বাংলাদেশে আল জাজিরার প্রতিবেদন নিয়ে আলাপ-আলোচনার মনে হচ্ছে কোন শেষ নাই।