ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ সৈন্য

হামলাস্থলের কাছেই এক সৈন্য দাঁড়িয়ে আছে

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

হামলাস্থলের কাছেই এক সৈন্য দাঁড়িয়ে আছে

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছেন এবং বহু আহত হয়েছেন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের পোর্ট সিটি এডেনে রোববার এ হামলার ঘটনা ঘটে।

বিভিন্ন খবরে জানা যাচ্ছে আল আরিশ জেলার আল-সোলবান ঘাঁটির সৈন্যরা বেতন তোলার সময় এক আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে এবং শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটায়।

এডেনে গত সপ্তাহেই এক বোমা হামলায় ৪৮ সৈন্য নিহত হয়েছিল।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদা ও আইএস বিগত দু'বছর ধরে দেশটিতে হামলা চালিয়ে আসছে।

হামলাস্থল

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

বেতন নেয়ার জন্য দাড়িয়ে থাকা সৈন্যদের লক্ষ্য করেই আত্মঘাতী বোমা হামলাটি হয়