সম-লিঙ্গের বিয়েতে সমর্থন দিচ্ছে তাইওয়ান?
সম-লিঙ্গের বিয়েতে সমর্থন দিচ্ছে তাইওয়ান?
তাইওয়ান হয়তো এশিয়ার প্রথম দেশ যেটি সম-লিঙ্গের বিয়ের বিষয়টিকে সহজভাবে নিচ্ছে।
সমকামী অনেকেই মনে করছেন তাইওয়ানে এখন সমকামীদের বিয়ের বিষয়ে আইন প্রণয়নের সময় এসেছে।
যদিও ধর্মীয় নেতারা সমকামিদের বসবাসের বিরোধিতা করছেন।
তাইওয়ানে অনেক সমকামী পরিবার একসাথে বাস করছে।
তেমনই একটি পরিবার কিন্ডি ও লিনার পরিবার। বিবিসির চীনের সংবাদদাতা কথা বলেছেন এই পরিবারের সঙ্গে।