ভিডিও: আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতের উপর হামলার ফুটেজ
ভিডিও: আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতের উপর হামলার ফুটেজ
আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলফকে গুলি করার পরের মুহূর্তের ফুটেজ দেখা যাচ্ছে এই ভিডিওতে।
বন্দুকধারীকে চিৎকার করে বলতে শোনা যায়, "তোমরা আলেপ্পোকে ভুলো না- সিরিয়াকে ভুলো না।"
এরপর সে "আল্লাহু আকবর" ধ্বনি দিতে থাকে।