প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: সাত কর্মকর্তাকে আটক করলো পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট

ছবির উৎস, BIMAN BANGLADESH AIRLINES
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ফাইল ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের সাত কর্মকর্তাকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানিয়েছেন রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এসব আটক করেছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা বিমানবন্দর থানায় নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পরিচালক।
পরে মামলাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরে আজম মিয়া।
ছবির উৎস, বিবিসি
হাঙেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানে জরুরী অবতরনে বাধ্য হয়েছিলো- ফাইল ফটো
গত ২৭ শে নভেম্বর হাঙ্গেরি যাবার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানীতে জরুরী অবতরণ করে। বিমানের একটি ইঞ্জিনে জ্বালানীর চাপ কমে যাওয়ায় জরুরী অবতরণ করতে হয়।
এনিয়ে বিমান মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। সে রিপোর্টে বলা হয় যে প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি কোন স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি নয় বরং এটি 'মানুষের সৃষ্টি'।
অবশ্য তার আগেই বিমান মন্ত্রীর তরফ থেকেও একই কথা বলা হয়েছিল।
এর মধ্যেই তদন্ত কমিটির প্রাথমিক ও চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে বিমানের মোট নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিলো কর্তৃপক্ষ।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: বাক স্বাধীনতা, জিয়ার খেতাব আর ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় হবার পর, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে?