ঢাকায় আইএলও কর্মকর্তার গাড়ি জব্দ করলো শুল্ক গোয়েন্দারা

ছবির উৎস, CUSTOMES INTELLIGENCE FACEBOOK
আইএলও কর্মকর্তার ব্যবহৃত এই গাড়িটি আজ আটক করা হয়েছে
কাস্টমস ইনটেলিজেন্সের ফেসবুক পেজে জানানো হয়েছে প্রিভিলেজড পারসনের শুল্ক মুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও (প্রাক্তন ইউএনডিপি) কর্মকর্তা কিশোর কুমার সিং এর ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
ফেসবুকে তারা গাড়িটির ছবিও প্রকাশ করেছে।
বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক মুক্ত সুবিধা পেয়ে থাকেন বিশেষ ক্যাটাগরির ব্যক্তিরা।
যদিও অনেক সময় এসব গাড়ি পরে অন্যদের ব্যবহার করতে দেখা যায়।
শুল্ক কর্মকর্তারা মনে করেন সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা নিয়ম বহির্ভূতভাবে এসব গাড়ি অন্যদের কাছে হস্তান্তর করেন।
ছবির উৎস, CUSTOMES INTELLIGENCE FACEBOOK
সেপ্টেম্বরে সিলেট ও মৌলভীবাজার থেকে উদ্ধার করা হয় তিনটি দামি গাড়ি
আর তাই এ ধরনের গাড়ির অপব্যবহারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছে কাস্টমস ইন্টেলিজেন্স বা শুল্ক গোয়েন্দারা।
এর আগে গত সেপ্টেম্বর মাসে সিলেট থেকে একটি এবং মৌলভীবাজারের একটি গ্যারেজ থেকে দুইটি দামী গাড়ী উদ্ধার করেছিলো বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা।
গাড়িগুলোর একটি পাজেরো স্পোর্টস কার ও একটি জাগুয়ার। এর মধ্যে একটিতে ছিলো ব্রিটিশ নম্বরপ্লেট।
গাড়িগুলোর মধ্যে একটি, মৌলভীবাজারের গ্যারেজের মালিক ব্যবহার করতেন বলে জানিয়েছেন, শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার।
২০১৬ সালে এরকম মোট অন্তত ৪০টিরও বেশি গাড়ী আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।