আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানা খুলেছে

ছবির উৎস, ফোকাস বাংলা
গত বেশ কিছুদিন ধরেই শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করছিলেন
বাংলাদেশে মজুরি বৃদ্ধির দাবীতে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ হওয়া আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ৫৫টি পোশাক কারখানা টানা পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার সকালে খুলে দেওয়া হয়।
প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে বলে জানাচ্ছেন তিনি।
তবে, সকাল থেকে কোনো অসন্তোষের ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মি. রহমান।
আশুলিয়ায় বেতন ভাতা বাড়ানোর দাবিতে অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে মঙ্গলবার সন্ধ্যায় ৫৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।
যেসব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেসব কারখানার অনেকগেুলোতে শ্রমিকদের চাকুরী চ্যুতির ঘটনা ঘটেছে বলে শ্রমিকদের অভিযোগ।
সেই সঙ্গে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অনেককে।
তবে, কারখানা কর্তৃপক্ষ বলছে যেসব শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা 'শ্রমিক বিক্ষোভে উস্কানি' দিয়েছে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।