ইস্তানবুলের নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ৩৫

ছবির উৎস, AP
ইস্তানবুলের রেইনা নাইটক্লাবের সামনে অ্যাম্বুলেস
তুরস্কের রাজধানী ইস্তানবুলের একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন।
কর্তৃপক্ষ বলছে,এটি নিশ্চিতভাবেই একটি সন্ত্রাসী হামলা।
স্থানীয় সময় রাত দেড়টার দিকে ইস্তানবুলের অর্তাকয় এলাকায় রেইনা নাইট ক্লাবে এই হামলার ঘটনা ঘটে।
শহররের গভর্নর জানিয়েছেন, সান্তা ক্লসের পোশাক পড়ে দুজন বন্দুকধারী নাইট ক্লাবের ভেতরে ঢুকেই গুলি করতে শুরু করে।
এ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে আক্রমণের সময় ক্লাবে প্রায় সাতশো মানুষ ছিল। তারা ইংরেজি নববর্ষ উদযাপন করছিল। হামলার পর অনেকেই ভয় আর আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়ে।
দোগান নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলেছেন হামলাকারিররা আরবী ভাষায় কথা বলছিলো।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।