২০১৭ সালকে যেভাবে স্বাগত জানালো বিশ্ব
সিডনি থেকে মস্কো, প্যারিস থেকে নিউ ইয়র্ক, আতশবাজির মাধ্যমে সারা বিশ্ব ২০১৬ সালকে বিদায় জানালো আর স্বাগত জানালো ২০১৭ সালকে। বিশ্বজুড়ে নতুন বছর উদযাপনের কিছু অংশ দেখুন ছবিতে।
ছবির উৎস, Getty Images
লন্ডনে টেমস নদীর পাড়ে আতশবাজির মাধ্যমে নতুন বছরের উৎসব।
ছবির উৎস, AP
রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে আতশবাজির দৃশ্য
ছবির উৎস, Reuters
প্যারিসে নববর্ষ উদযাপনে ভিন্ন আঙ্গিকে লাইটিং
ছবির উৎস, AP
নববর্ষ উদযাপনের সময় নিউ ইয়র্কের টাইমস স্কয়ার
ছবির উৎস, AP
ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা বিচে বর্ষবরণ উৎসব
ছবির উৎস, Reuters
গ্রীসের পার্থেনন টেম্পলের পাশে আতশবাজি ফুটিয়ে ২০১৭ কে স্বাগত জানানো হচ্ছে
ছবির উৎস, AP
দক্ষিণ কোরিয়ার সিওলে যোগি বুদ্ধিস্ট টেম্পলে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ মোম জ্বালিয়ে ২০১৭ সালকে বরণ করে।
ছবির উৎস, Getty Images
২০১৭ কে স্বাগত জানাতে দুবাইয়ের বুর্জ খলিফা ভবনের আলোকসজ্জা
ছবির উৎস, EPA
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০১৭ বর্ষবরণ উৎসব
ছবির উৎস, PA
নববর্ষ উদযাপনের সময় লন্ডন আই-য়ের পাশে আতশবাজি