উড়োজাহাজের ককপিটে মদ্যপ অবস্থায় পাইলট গ্রেপ্তার

সানউইং এয়ারলাইন্সে এই ঘটনা ঘটে
কানাডায় একজন পাইলটকে উড়োজাহাজের ককপিটে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ আগে তাকে ধরা হয়। পরে অপর একজন পাইলটকে ওই প্লেনটি চালিয়ে মেক্সিকো নিয়ে যেতে হয়।
এয়ারলাইন কর্মীরা পাইলটের অদ্ভুত আচার আচরণে সন্দেহ করেন। এরপর সে অচেতন হয়ে পড়লে, কর্তৃপক্ষকে খবর দেয়া হয়।
মিরোস্লাভ গ্রোনিচ নামের ওই ব্যক্তি শ্লোভাকিয়ার নাগরিক বলে জানা যাচ্ছে।
গ্রেপ্তারের দুই ঘণ্টা পর ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।
ঐ প্লেনে ১০০ জনের বেশি যাত্রী ছিল। পুলিশের একজন মুখপাত্র পল স্টেসি বলেছেন খারাপ কিছু ঘটার সব রকম সম্ভাবনা ছিল। তিনি আরো বলেছেন ঐ পাইলটকে এখন আর কোন ফ্লাইট পরিচালনা করতে দেয়া হবে না।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: মুশতাকের মৃত্যু আর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন
চলতি সপ্তাহে একটি খবর অনেককে নাড়া দিয়েছে, আর সেটা হল কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু।