পঞ্চাশ বছরে প্রথম সন্তানের মা হলেন শিল্পী জ্যানেট জ্যাকসন

Janet Jackson and Wissam Al Mana

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

স্বামী উইশাম আল মানার সঙ্গে জ্যানেক জ্যাকসন

পঞ্চাশ বছর বয়সে এসে প্রথম সন্তানের মা হলেন মার্কিন পপতারকা জ্যানেট জ্যাকসন।

আর সদ্য জন্ম নেয়া ছেলে সন্তানকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত জ্যানেট এবং তাঁর স্বামী কাতারের ব্যবসায়ী স্বামী উইশাম আল মানা।

নবজাতকের নাম রাখা হয়েছে এইশা আল মানা।

জ্যানেট ও তার স্বামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া এক বিবৃতিতে সন্তান জন্মের কথা ঘোষণা করা হয়েছে।

জ্যানেট মা হতে চলেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো গত এপ্রিলে যখন তিনি তার পূর্বনির্ধারিত প্রোগ্রাম বাতিল করেছিলেন।

পপতারকা মাইকেল জ্যাকসনের ছোট বোন জ্যানেট জ্যাকসন নয় ভাইবোনের মধ্যে সবার ছোট।

সাতবার গ্রামী অ্যাওয়ার্ড উইনার জ্যানেট জ্যাকসনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮২ সালে।

এখন পর্যন্ত ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা।

২০১২ সালে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন কাতারের ধনকুবের ব্যবসায়ী উইশাম আল মানাকের সঙ্গে।

জ্যানেটের এটি তৃতীয় বিয়ে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

জ্যানেট জ্যাকসন সাতবার গ্রামী এওয়ার্ড জিতেছেন