ব্রিটেনে প্রায় ৫০ বছরের বাংলা কাগজ জনমত
ব্রিটেনের লন্ডন থেকে একটানা প্রকাশিত হয়ে আসা সবচে পুরনো বাংলা পত্রিকা জনমত।
প্রথম প্রকাশিত হয় ১৯৬৯ সালে বাংলাদেশের জন্মেরও আগে। তারপর থেকে ৪৮ বছর ধরে এই পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে।
তৎকালীন পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থানের উত্তাল রাজনীতির সময় এই পত্রিকাটির জন্ম ব্রিটেনে।
চারজন বাঙালি মিলে এই পত্রিকাটির যাত্রা শুরু করেছিলেন।
তখন এটি হয়ে উঠেছিলো বিলাতে বাঙালির মুখপত্র।
স্বাধীনতার আগে উত্তাল রাজনীতির খবরাখবর প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে দিতেই পত্রিকাটির প্রকাশনা শুরু হয়।
ব্রিটেনে বাংলা পত্রিকার ১০০ বছর পূর্ণ হয়েছে ২০১৬ সালে।
'সত্যবানী' নামে একটি বাংলা পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯১৬ সালে।
মাঝে মাঝে প্রকাশিত হতো কিন্তু সেটি খুব বেশি দিন টিকে থাকেনি।
ছবির উৎস, BBC Bangla
সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা
এরপরও অনেক ছোটখাটো অনেক পত্রিকা প্রকাশিত হয়। কিন্তু তার একটিও টিকে থাকতে পারেনি।
সত্তর, আশি ও নব্বই দশকে অনেক বাংলা কাগজ প্রকাশিত হয় যার কয়েকটি এখনও টিকে আছে।
কিন্তু ১৯৬৯ সালে প্রকাশিত হওয়ার পর থেকে প্রত্যেকটি সপ্তাহেই জনমত প্রকাশিত হয়ে আসছে।
এর একটি সংখ্যাও মিস হয়নি।
এই জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা।
তার মুখেই শুনুন এই পত্রিকাটির জন্মের কথা এবং তার এখনকার চ্যালেঞ্জ সম্পর্কে।
মি. পাশার সাক্ষাৎকারটি নিয়েছেন মিজানুর রহমান খান:
ছবির উৎস, Syed Nahas Pasha
ছাপাখানায় পত্রিকাটি প্রকাশের কাজ চলছে