হার্বিন উৎসব: ছবিতে চীনের বরফ এবং তুষারের শহর
চীনের বার্ষিক হার্বিন উৎসব যা 'বরফ এবং তুষার' উৎসব নামেও পরিচিত। ওই উৎসব সবার জন্য উন্মুক্ত। সেখানে বড় বড় প্যালেস এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হয় বরফ ও তুষার দিয়ে।

ছবির উৎস, EPA
চীনের উত্তরাঞ্চলীয় শহর হার্বিন প্রতি বছর বরফ ও তুষার উৎসব বা 'আইস এন্ড স্নো ফেস্টিভ্যাল' এর আয়োজন করে, যা বিশ্বের অন্যতম বড় একটি উৎসব।
ছবির উৎস, EPA
এই উৎসবে বরফের তৈরি বিভিন্ন ভবন, প্যালেস এবং বরফের স্লাইডও দেখা যায় । আর সবকিছুই বিভিন্ন রঙে সাজানো থাকে।
ছবির উৎস, EPA
বরফের বড় বড় টুকরাগুলো স্থানীয় নদী থেকে নেয়া হয় এবং উৎসব এলাকায় এনে বসিয়ে বরফগুলোকে বিভিন্ন আকৃতিতে কাটা হয়।
ছবির উৎস, EPA
প্রায় আশি হাজার স্কয়ার মিটার বা দুইশো একর সমপরিমাণ জায়গায় উৎসবটি হয় এবং এই বরফ ও তুষারের শহর তৈরি করতে অন্তত এক লাখ আশি হাজার কিউবেক মিটার বরফ এবং দেড় লাখ কিউবেক মিটার তুষার ব্যবহার করা হয়।
ছবির উৎস, EPA
গত বছর দশ লাখেরও বেশি পর্যটক এ উৎসব দেখতে এসেছিল।
ছবির উৎস, EPA
চলতি বছরের উৎসবে আঠারো দম্পতি বিয়ের পিড়িতে বসে এবং এরপর নবম্পতিরা আইস স্কেটিং-এ অংশ নেয়।
ছবির উৎস, EPA
৩৩-তম হার্বিন উৎসব শুরু হয়েছে ব্যাপক আতশবাজির মধ্য দিয়ে।