বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় নিহত ১১

ছবির উৎস, SABAH ARAR
সবজি বাজারের প্রবেশপথেই এই গাড়িবোমা বিস্ফোরণ ঘটে
ইরাকের বাগদাদে এক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন লোক নিহত হয়েছেন।
এটিকে একটি আত্মঘাতী হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণে অন্তত ৫০ জন লোক আহত হয়।
রাজধানীর প্রধান সবজি বাজারের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাগদাদের সদর সিটির প্রধানত: শিয়া-অধ্যুষিত এলাকা জামিলাতে এই বাজারটি অবস্থিত।
ইসলামিক স্টেট গোষ্ঠী বলছে, তারাই এই আক্রমণ চালিয়েছে।
ছবির উৎস, SABAH ARAR
বাগদাদের প্রধান সবজি বাজারে বিস্ফোরণের পরের চিত্র
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, গাড়িটির গতিবিধি দেখে একজন নিরাপত্তা রক্ষীর সন্দেহ হলে সে গুলি করে , এবং তখনই গাড়ির চালক বিস্ফোরণ ঘটায়।
ইসলামিক স্টেটের দখলে থাকা ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে গোষ্ঠীটিকে উৎখাত করার জন্য সরকার বেশ কয়েক মাস আগেই এক বড় অভিযান শুরু করেছে।
তার পর থেকেই আই এস ইরাকের বিভিন্ন জায়গায় - বিশেষত বাগদাদে - আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
অনেক ক্ষেত্রে শিয়ারা এসব আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে। কয়েকদিন আগেই একটি হামলায় ৩৫ জন লোক নিহত হয়।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: বাক স্বাধীনতা, জিয়ার খেতাব আর ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় হবার পর, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে?