মসুলে টাইগ্রিসের তীরে পৌঁছেছে সরকারি বাহিনী

ছবির উৎস, DIMITAR DILKOFF
মসুলের আল-জাহরা এলাকায় ইরাকি সরকারি সেনা
ইরাকে ইসলামিক স্টেটের হাত থেকে মসুল পুনর্দখল করার লড়াইয়ে শহরটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া টাইগ্রিস নদীর তীর পর্যন্ত পৌঁছে গেছে সরকারি বাহিনী।
মসুল শহরকে আইএস-এর হাত থেকে মুক্ত করার জন্য অভিযান শুরু করার প্রায় তিন মাস পর এখানে এসে পৌঁছেছে বিশেষ বাহিনী।
মসুলের দুটি এলাকা এর মধ্যে আবার দখল করে নিয়েছে ইরাকে সন্ত্রাস-দমন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরাকী বাহিনী তাদের কৌশলে কিছু পরিবর্তন আনার সুফল পাচ্ছে যুদ্ধক্ষেত্রে এসব সাফল্যের ভেতর দিয়ে।
ছবির উৎস, DIMITAR DILKOFF
মানচিত্র নিয়ে রণকৌশল ঠিক করছেন ইরাকি জেনারেলরা
আইএসের এখন যোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে, এবং তারা তিন দিক থেকে বিপক্ষের অগ্রাভিযানের সম্মুখীন।
টাইগ্রিস নদীর ওপর যে পাঁচটি সেতু আছে তার একটিতে জিহাদিরা অন্তর্ঘাতী হামলা চালিয়েছে।
একজনইরাকি কর্মকর্তা বলেছেন হতাশা থেকেই এ হামলা।
তবে মসুল শহরের বড় অংশই এখনো আইএসের নিয়ন্ত্রণে।