সাকিব আল হাসানের সর্বোচ্চ রানের রেকর্ড, শক্ত অবস্থানে বাংলাদেশ

ছবির উৎস, Getty Images
রেকর্ড গড়ার পথে সাকিব আল হাসানের আরও একটি দৃষ্টিনন্দন শট
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সাকিব আল হাসান টপকে গেলেন বাংলাদেশের পক্ষে এতদিনের সর্বোচ্চ টেস্ট রানের মালিক তামিম ইকবালকে।
বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিবের সংগ্রহ ২১৭ রান, নিজের করে নিলেন তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিকে।
আর এই রেকর্ড গড়ার পথে তিনি অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে গড়েছেন আরও রেকর্ড। সেটি দেশের পক্ষে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
এই জুটির সংগ্রহ ছিল ৩৫৯ রান - আর পঞ্চম উইকেট জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোন প্রতিপক্ষের এটি সর্বোচ্চ রান।
মুশফিক আউট হয়েছেন ১৫৯ রানে - সাকিবের ছায়ায় ঢাকা না পড়লে এটিও হতে পারতো বাংলাদেশের পক্ষে আলোচিত একটি ইনিংস।
সাকিব আল হাসান ভেঙ্গেছেন তামিমের করা ২০১৫ সালের সর্বোচ্চ রানের রেকর্ড - ২০৬ রান, যা তিনি করেছিলেন খুলনায় পাকিস্তানের বিপক্ষে।
ছবির উৎস, Getty Images
সাকিবের রেকর্ড, অধিনায়ক মুশফিকুর রহিমের অভিনন্দন
বৃহস্পতিবার বেসিন রিজার্ভে যখন টেস্ট ম্যাচটি শুরু হয়, তখন ধারনা করা হয়েছিল যে কন্ডিশন পুরোপুরিই নিউজিল্যান্ডের অনুকূলে।
তবে সবুজ পিচের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মধ্যে প্রথম দিন শেষে বাংলাদেশ বেশ শক্ত অবস্থানেই ছিল।
আর দ্বিতীয় দিন শেষে বলা যায় সফরকারীরা ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের করে নিয়েছে।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৪২।
তৃতীয় দিনের শুরুতে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সে ব্যাপারে অবশ্য অধিনায়ক মুশফিক ধারণা দিয়ে রেখেছেন।
জানিয়েছেন দিনের শুরুতে আবারো ব্যাট হাতে মাঠে নামবে বাংলাদেশ, যোগ করতে চাইবে আরও ৫০ থেকে ৬০ রান।
আর তারপর একটি চমৎকার পরিকল্পনা করে তা বাস্তবায়নের চেষ্টা চালাবে বাংলাদেশের ক্রিকেটাররা।