ভারতে ঘুড়ি উৎসবে নৌকাডুবি

ছবির উৎস, এএফপি
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
ভারতে ঘুড়ি উৎসবে যোগ দিতে যাওয়ার পথে বিহার রাজ্যের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবির ঘটনায় অন্তত ২৬ জন মানুষ ডুবে গেছে।
পুলিশ বলছে, এ পর্যন্ত ১৩জনকে তারা জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে, নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা বলতে পারেননি তারা।
উদ্ধার যাত্রীদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে। ডুবুরিদের পাশাপাশি স্থানীয় মানুষেরা নৌকা নিয়ে নিখোঁজ স্বজনদের সন্ধান করছেন।
বলা হচ্ছে, সম্ভবত ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি মানুষ নিয়ে নৌকাটি যাচ্ছিল।
শনিবার সন্ধ্যায় ভারতের বিহারে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
এদিকে, নৌকাডুবির ঘটনার পর ঘুড়ি উৎসব বাতিল করা হয়েছে।
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: বাক স্বাধীনতা, জিয়ার খেতাব আর ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় হবার পর, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে?