নিউজিল্যান্ডের সাথে শেষপর্যন্ত হেরেই গেল বাংলাদেশ

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করছেন মুমিনুল হক
প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে আশা জাগিয়েও শেষপর্যন্ত নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্টে হেরেই গেল বাংলাদেশ।
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা দাড়াতে না পারায় ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে মাত্র তিন উইকেট হারিয়ে ২১৭ রান করে সহজেই টার্গেটে পৌছে যায় নিউজিল্যান্ড।
দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুজন ব্যাটসম্যানও আহত হয়ে মাঠ ছাড়েন।
ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিমের ইনজুরি ছাড়াও প্রথম ইনিংসে দ্বিশতক গড়া সাকিব আল হাসানের শূন্য রানে আউট হয়ে যাওয়াও ভুগিয়েছে বাংলাদেশকে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন সাব্বির রহমান।
ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচে পরাজয়ের পর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ করার পর সমর্থকদের অনেকেই আশা করেছিলেন এই ম্যাচে বাংলাদেশ জিতবে অথবা ড্র করতে পারবে।
সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্টটি শুরু হবে আগামী ২০শে জানুয়ারি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।