ইতালিতে তুষারধ্বসে ‘বহু নিহত’ হবার আশঙ্কা করছে কর্তৃপক্ষ

ইতালিতে তুষারপাতের দৃশ্য

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান,

বুধবার ইতালিতে এক ঘন্টায় চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, আর তার প্রভাবেই তুষারধ্বসের ঘটনা।

ইতালিতে ভূমিকম্পের কারণে সৃষ্ট তুষারধ্বসে চাপা পড়েছে একটি হোটেল এবং সেখানে 'বহু মানুষ নিহত' হয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

উদ্ধারকারীরা বলছে, দুর্যোগের সময় অন্তত ৩০ জন হোটেলে অবস্থান করছিলো। তুষার চাপায় হোটেলের ছাদ ধ্বসে পড়েছে। এছাড়া তুষারের কারণে যোগাযোগ ব্যবস্থাও নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে।

উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলেছেন হোটেলের ভেতরেই অনেকে নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন।

বুধবার ইতালিতে এক ঘন্টায় চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আর তার প্রভাবেই এই তুষারধ্বসের ঘটনা ঘটেছে বলছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: