ঢাকায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের ১৫ সদস্য গ্রেফতার: র্যাব

উপকূল থেকে সমুদ্র পথে অবৈধভাবে অভিবাসনের আশায় পাচারের শিকার হয়েছেন বহু বাংলাদেশি। (ফাইল ছবি)
বাংলাদেশের ঢাকার বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য সন্দেহে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বাংলাদেশিদের লিবিয়া এবং মালয়েশিয়ায় পাচারের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।
এছাড়াও এদের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশিদের অপহরণ করা হয়েছে বলে পরিবার থেকে মুক্তিপণ আদায় করতো মানবপাচার চক্রের এসব সদস্য।
র্যাবের কর্মকর্তারা আরও জানিয়েছেন, মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল এমন ১০ জনকে বুধবার ঢাকা বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: