প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিন লাখো মানুষ যেমন তাকে সমর্থন জানিয়েছে, তেমনি তার বিরুদ্ধে বিক্ষোভও করেছে লাখ লাখ মানুষ। ছবিতে দেখুন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের দিনের কিছু মুহুর্ত।

পেনসিলভানিয়ে এভিনিউতে অভিষেক প্যারেড চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া,

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

পেনসিলভানিয়ে এভিনিউতে অভিষেক প্যারেড চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া, জনতার দিকে তাকিয়ে হাত নাড়ছেন মি: ট্রাম্প।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

অভিষেক প্যারেডে সেনা সদস্যদের একাংশ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা ওয়াশিংটন স্ট্রিটে একটি লিমুজিন গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হেলিকপ্টারেরর দরজায় তার কর্মচারীদের বিদায় জানাচ্ছেন, আর প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া তাদের মূল কাজ শুরু করতে যাচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত চলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, পাশে তাদের স্ত্রীও রয়েছেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

অভিষেক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ১৬ বছর বয়সী জ্যাকি ইভাঙ্কো, তিনি 'আমেরিকাস গট ট্যালেন্ট' প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিলেন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

ন্যাশনাল মলে অভিষেক অনুষ্ঠানে কজন আমেরিকানের উচ্ছ্বাস

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান,

শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন পরিবারের সদস্যরা।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

মি: ট্রাম্প শপথ নিচ্ছেন এবং তাঁর স্ত্রী মেলানিয়া বাইবেল ধরে আছেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন মাইক পেন্স, পাশে দাঁড়িয়ে আছেন তাঁর স্ত্রী ক্যারেন পেন্স।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনও আসেন অভিষেক অনুষ্ঠানে, সেখানে সাবেক জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আলাপরত অবস্থায় হিলারি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ভাষণের জন্য যাচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

বৃষ্টির মধ্যেও অভিষেক অনুষ্ঠানের চিত্র বা ভিডিও ধারণ করতে প্রস্তুত সংবাদকর্মীরা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

ক্যাপিটল বিল্ডিং সাজানো হয় আমেরিকার পতাকা দিয়ে

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান,

পেনসিলভানিয়া এভিনিউয়ে প্যারেড রুটেও জড়ো হন বিক্ষোভকারীরা।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

শপথ গ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যাওয়া হচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

অভিষেকের আগে হোয়াইট হাউজে সকালের চা-এর আমন্ত্রণ ছিল ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের। তাদের স্বাগত জানান বারাক ওবামা ও মিশেল ওবামা

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান,

শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য ন্যাশনাল মলে জড়ো হন হাজারো মানুষ

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

বৃষ্টির মধ্যে ট্রাম্প ভক্তরা অপেক্ষা করছেন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

হোয়াইট হাউজের অফিসে আট বছরের কার্যক্রম শেষে তা ছেড়ে যাচ্ছেন বারাক ওবামা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

মি: ট্রাম্পের প্রতি অনেক বিক্ষোভকারী রাগ প্রকাশ করে মিছিল করেন 'সে আমার প্রেসিডেন্ট নয়', বিভিন্ন মুখোশ পরে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

অভিষেক অনুষ্ঠানের আগে ন্যাশনাল মলে প্রবেশে বাধাও তৈরি করতে চাচ্ছিল বিক্ষোভকারীরা। একজনকে পুলিশ এভাবে টেনে নিয়ে যায়।