হুমায়ূন আহমেদের নাটকের স্বাধীন খসরু
হুমায়ূন আহমেদের নাটকের স্বাধীন খসরু
স্বাধীন খসরু- বাংলাদেশে জনপ্রিয় এক অভিনেতা।
অসংখ্য টেলিভিশন নাটক ও সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
প্রয়াত সাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের প্রায় সবকটি নাটকে ও সিনেমাতেই অভিনয় করেছেন তিনি।
লন্ডনে লেখাপড়া করেছেন মি. খসরু। এখানে তিনি নাটকের ওপর লেখাপড়া করেছেন। ব্রিটেনে মূলধারার নাট্যচর্চার সাথেও তিনি জড়িত ছিলেন।
ছবির উৎস, Shadhin Khasru
হুমায়ূন আহমেদের সাথে অভিনেতা স্বাধীন খসরু
পরে নাটক করতে তিনি বাংলাদেশে চলে যান।
তিনি বলেছেন, হুমায়ূন আহমেদের সাথে পরিচয়ের কারণে তার নাটকের সাথে তিনি বেশ ভালোভাবেই জড়িয়ে পড়েন।
তারপর কয়েক বছর বাংলাদেশে নাটক ও সিনেমা নিয়ে ব্যস্ত থাকার পর আবার তিনি ব্রিটেনে ফিরে এসেছেন।
সপরিবারে বসবাস করছেন লন্ডনের কাছেই লুটন শহরে।
স্বাধীন খসরুর এই সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার মিজানুর রহমান খান: