অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সবচেয়ে 'বাজে ফোনালাপ' ডোনাল্ড ট্রাম্পের

ছবির উৎস, AP/epa
মিস্টার ট্রাম্প সামিয়কভাবে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের টেলিফোন আলাপের পর দ্য ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, মিস্টার ট্রাম্প এই আলাপকে বিশ্বনেতাদের সাথে তার "এ পর্যন্ত সবচেয়ে বাজে" আলাপ বলে অভিহিত করেছেন।
ফলে আলাপ বেশিদূর না চালিয়ে সংক্ষেপেই শেষ করে ফেলেন।
এরপরে মিস্টার ট্রাম্প টুইটারে লেখেন, 'এই স্থবির চুক্তির' ব্যাপারে তিনি আরও খোঁজ-খবর করবেন।
ওবামা প্রশাসনের সঙ্গে চুক্তি অনুসারে অস্ট্রেলিয়া থেকে প্রায় ১২শ ৫০ জন আশ্রয়ার্থীকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের কথা রয়েছে। অস্ট্রেলিয়া বিতর্কিত ভূমিকা নিয়ে তাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় এবং নাউরো এবং পাপুয়া নিউগিনিতে কারাগারে আটক করে রাখে।
অন্যদিকে মিস্টার টার্নবুল ওই ফোনালাপকে "অত্যন্ত খোলামেলা এবং স্পষ্ট" বলে উল্লেখ করলেও পুরো ব্যাপারে তিনি হতাশ বলে জানিয়েছেন।
যদিও তিনি বলেছেন, মি ট্রাম্প নিশ্চিত করেছেন যে এই চুক্তি বহাল থাকবে।
গত শুক্রবার সাতটি মুসলিম দেশ থেকে শরণার্থীদের প্রবেশ সাময়িক নিষিদ্ধ করে নির্বাহী আদেশে সই করেন।
আরও পড়ুন: