প্যারিসের ল্যুভ মিউজিয়ামে সন্ত্রাসী হামলা: একজন গুলিবিদ্ধ

হামলার পর ল্যুভ মিউজিয়াম ঘিরে নিরাপত্তার কড়াকড়ি

ছবির উৎস, AP

ছবির ক্যাপশান,

হামলার পর ল্যুভ মিউজিয়াম ঘিরে নিরাপত্তার কড়াকড়ি

প্যারিসের ল্যুভ মিউজিয়ামে চাপাতি হাতে এক লোক সন্ত্রাসী হামলার চেষ্টা করলে তার ওপর গুলি চালিয়েছে সৈন্যরা।

পুলিশ জানিয়েছে, 'আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে চাপাতি হাতে এক লোক সৈন্যদের এক টহল দলের ওপর হামলার চেষ্টা করে।

লোকটি ল্যুভ মিউজিয়ামের শপিং সেন্টারে প্রবেশের চেষ্টা করছিল। তখন সৈন্যরা তার ওপর গুলি চালায়। তার তলপেটে গুলি লেগেছে।

চাপাতির হামলায় একজন সৈন্যও আহত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে গুরুতর বলে বর্ণনা করছে।

হামলার সময় ল্যুভ মিউজিয়াম দেখতে আসা লোকজনকে মাটিতে বসে পড়তে বলা হয়।

ফরাসী প্রধানমন্ত্রী এই হামলাকে 'সন্ত্রাসবাদী প্রকৃতির' বলে বর্ণনা করেছেন।

ছবির উৎস, Jiao Liyang

ছবির ক্যাপশান,

হামলার সময় দর্শনার্থীদের আত্মরক্ষার্তে মাটিতে বসে থাকতে বলা হয়

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি ব্যাগ ছিল। তবে সেগুলোতে কোন বিস্ফোরক পাওয়া যায়নি।

হামলার সময় ল্যুভ মিউজিয়ামের ভেতর প্রায় আড়াইশো দর্শনার্থী ছিল।

নিরপত্তা তল্লাশীর পর তাদের পর্যায়ক্রমে সেখান থেকে বের করে আনা হচ্ছে।

পুলিশ জানায়, হামলাকারীর দিকে সৈন্যরা পাঁচ রাউন্ড গুলি চালায়।

ছবির ক্যাপশান,

ম্যাপে ল্যুভ মিউজিয়ামের অবস্থান