যুক্তরাজ্যে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় দেড়'শ মসজিদ

লিডসের মক্কা মসজিদ

ছবির উৎস, Ali Aslam

ছবির ক্যাপশান,

লিডসের মক্কা মসজিদ

যুক্তরাজ্যে রোববার দেড়শ'রও বেশি মসজিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

ইসলাম সম্পর্কে জানা এবং প্রশ্ন করতে উৎসাহিত করার লক্ষ্যে #VisitMyMosque (আমার মসজিদে ঘুরে আসুন) নামে এই ইভেন্টটির উদ্যোক্তা মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন।

রোববার পুরো দিনভর #VisitMyMosque হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করতে দেখা যায় এবং বিভিন্ন মানুষ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

'সুন্দর'

স্বামী এবং কন্যাকে নিয়ে ওকিংয়ের শাহ জাহান মসজিদে বেড়িয়ে আসার পর এই মন্তব্য করেন র‍্যাচেল এস্পোস্তি।

ছবির উৎস, RACHEL ESPOSTI

ছবির ক্যাপশান,

টুইটারে এই ছবি পোস্ট করেন র‍্যাচেল এস্পোতি

'ঝলমলে পাথর বসানো হিজাব'

লেস্টারের এমকেএসআই মসজিদে হিজাব পরে দেখে ক্রিশ্চিনা এমেটের শিশুকন্যা।

ছবির উৎস, CHRISTINA EMMETT

ছবির ক্যাপশান,

'আমার কন্যা খুব সুন্দর একটি হিজাব পরে দেখেছে' - টুইটারে লেখেন ক্রিশ্চিনা

'প্রথম দেখা'

লিডসে আলী আসলাম তার শিশুপুত্রকে প্রথমবারের মত মসজিদ দেখাতে নিয়ে যান। আলী তার টুইটারবার্তায় লেখেন, তিনি যেই এলাকায় বেড়ে উঠেছেন সেখানেই সড়কের শেষপ্রান্তে ছিল এই মক্কা মসজিদটি। মসজিদের ভেতরের সুন্দর কারুকার্যের ছবি তিনি টুইটারে শেয়ার করেন।

ছবির উৎস, ALI ASLAM

ছবির ক্যাপশান,

মক্কা মসজিদের ভেতরে ক্যালিগ্রাফির ছবি পোস্ট করেন আলী আসলাম

'আমাদের সকল প্রশ্নের জবাব পেয়েছি'

বোল্টনের জাকারিয়া জামে মসজিদ পরিদর্শনের পর এলিজাবেথ কস্টেলো বলেন, তিনি সেখানে গিয়ে গর্বিত এবং নতুন একজন বন্ধুও হয়েছে তার।

"আব্রাহাম খুবই দারুণ একজন মানুষ। সে আমাদের অনেক সময় নিয়ে মসজিদ ঘুরে দেখিয়েছে, নামাজের সময় জানিয়েছে, মৃতদেহ ধোয়ার ব্যবস্থা সম্পর্কে বলেছে। আমাদের সব প্রশ্নের উত্তর পেয়েছি"। বিবিসিকে বলেন তিনি।

ছবির উৎস, ELIZABETH COSTELLO

ছবির ক্যাপশান,

আব্রাহামের সাথে ছবি পোস্ট করেন এলিজাবেথ

'সাদর অভ্যর্থনা'

লেস্টারের হোম ফার্মে পুলিশ সদস্যরা মসজিদ ঘুরে যান।

ছবির উৎস, @LPBEAUMONTLEYS

ছবির ক্যাপশান,

পুলিশ সদস্যের হাস্যোজ্বল ছবি পোস্ট করা হয় স্থানীয় পুলিশ বিভাগের টুইটার অ্যাকাউন্ট থেকে

কিন্তু সবাই যে দিনটি নিয়ে খুব উৎসাহী ছিল তাও নয়। যেমনটা কিথ ফ্রাঙ্কিশ তার টুইটাবার্তায় উল্লেখ করেছেন:

ছবির উৎস, KEITH FRANKISH

ছবির ক্যাপশান,

"আশা এবং ঘুণার একটি রোলার কোস্টার ভ্রমণ দেখতে চাইলে #VistiMyMosque হ্যাশট্যাগটি দেখুন"- টুইটারবার্তায় বলেন কিথ