আফগানিস্তানে রেডক্রসের ৬জন কর্মীকে হত্যা, সন্দেহে আইএস

বিবিসি, আইএস

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

একটি এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন রেডক্রসের কর্মীরা।

আফগানিস্তানে আন্তর্জাতিক রেডক্রস কমিটি আইসিআরসির ছয়জন কর্মী নিহত হওয়ার পর সংস্থাটি সেখানে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। আজ অ্যামবুশের মাধ্যমে তাদের গাড়ির ওপর চালানো ওই হত্যাকাণ্ডকে "ঘৃণ্য" বলে অভিহিত করেছে রেডক্রস। হামলার পর থেকে দুইজন নিখোঁজ রয়েছেন।

যুদ্ধ বা সংঘাত-কালীন এলাকায় আক্রান্তদের মানবিক সাহায্য প্রদান করে থাক এই সংস্থাটি। তারা জানিয়েছে, এ মুহূর্তে তাদের কার্যক্রম সামিয়ক বন্ধ রাখা প্রয়োজন।

সাহায্য-কর্মীদের হত্যার ঘটনা 'অ-গ্রহণযোগ্যভাবে' বাড়ছে বলেও তারা সতর্ক করছে।উত্তরাঞ্চলীয় জওযজান প্রদেশে এই হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ ধারণা করছে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরাই তা ঘটিয়েছে।

এক বিবৃতিতে আইসিআরসি বলেছে, তিনজন গাড়িচালক এবং পাঁচজন মাঠ-কর্মী একটি এলাকায় গবাদি পশু-প্রাণীর জন্য প্রয়োজনীয় সাহায্য-উপকরণ নিয়ে যাচ্ছিল, এমন সময়ে তারা হামলার মুখে পড়ে। সংস্থাটি আফগানিস্তানে ৩০ বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

আরও পড়ুন: