বিপনী কেন্দ্রে ঢুকে পড়া বুনো হরিণ বাগে আনতে হিমশিম

ছবির উৎস, AP
আমেরিকায় দোকানে ঢুকে পড়া বুনো হরিণ
সুপারমার্কেটের কাঁচের দরজা ভেঙে দোকানে ঢুকে পড়া এক হরিণকে বাগে আনতে হিমশিম খেতে হয়েছে দোকানের এক ক্রেতাকে।
হরিণটি দোকানে ঢুকে সবকিছু তছনচ করার চেষ্টা চালাচ্ছিল।
ওই দোকানে ওষুধ কিনতে ঢুকেছিলেন রবার্ট বেক নামে এক ব্যক্তি, সঙ্গে ছিলেন তার স্ত্রী।
হঠাৎ করে জোর একটা আওয়াজ শুনে মিঃ বেকের মনে হয় দোকানে ডাকাত পড়েছে এবং তারা বন্দুক ছুঁড়ছে।
ঘটনাটি ঘটে আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে রাত ন'টার কিছু পরে।
কিছুক্ষণের মধ্যেই মিঃ বেক হরিণটিকে দেখতে পান।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে হরিণটি সেসময় দোকানের রুটি কেক বিক্রির কাঁচের কাউন্টার লক্ষ্য করে এগোচ্ছিল। পাশেই সব্জি ও ফলের দিকেও হরিণটির চোখ ছিল।
মিঃ বেক হরিণটির ঘাড় ধরে তাকে দোকানের বাইরে টেনে নিয়ে যাবার চেষ্টা করে।
কিন্তু ততক্ষণে দোকানের বাইরে জমে গেছে উৎসুক জনতার ভিড়। এত মানুষজন দেখে হরিণটি ভয় পেয়ে লাফালাফি শুরু করে দেয় এবং মিঃ বেকের পাঁজরে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়।
এরপর আরও দুজন ক্রেতা এবং একজন শিকারী তার সাহায্যে ছুটে এসে হরিণটিকে দোকানের বাইরে নিয়ে যায়।
স্থানীয় পুলিশ মিঃ বেকের সাহসিকতার প্রশংসা করলেও বন্য প্রাণীর মোকাবেলা করা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
"অভিজ্ঞতা না থাকলে বুনো জন্তুকে বাগে আনার চেষ্টায় জীবন সংশয়ও হতে পারে," পুলিশের এই কর্মকর্তা বলেন।